শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালীতে বিশিষ্ট চিকিৎসক ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ডাঃ সুলতান আহমেদের মৃত্যুতে মধুখালী সম্মিলিত সাংস্কৃকিত জোটের শোক সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ফেব্রæয়ারী মঙ্গলবার বিকেল ৫টায় আখচাষী কল্যাণ ভবন চত্বরে মধুখালী সম্মিলিত সাংস্কৃকিত জোটের সভাপতি মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে ও শাহ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় ডাঃ সুলতান আহমেদের কর্মময় জীবনের উপর আলোক পাত ও স্মৃতিচারন করে বক্তব্য রাখেন
বিশিষ্ট কমিউনিষ্ট নেতা হাজাী আব্দুল মালেক সিকদার,উপজেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক মো. অহিদুজ্জামান বাŸলু মিয়া, ধর্মীয় সম্পাদক দৈয়দ এটিএম মাসউদ,সংগঠনের সাধারন সম্পাদক মির্জা গোলাম ফারুক ,সহসভাপতি মৃধা বদিউজ্জামান বাবলু, মোঃ মনিরুল ইসলাম,আক্কাস খান, সঞ্জীব রায়,দিপংকর পাল,নাহিদ হাসান সোহেল ও পরিবারের পক্ষ থেকে ডাঃ সুলতান আহমেদের স্ত্রী মোছা. সখিনা বেগমসহ প্রমুখ।
Leave a Reply