স্টাফ রিপোর্টার :
গত ২৪ ঘন্টায় ফরিদপুর জেলা পুলিশ কর্তৃক ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট, ০১ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদক মামলায় ০৫ জন আসামিকে গ্রেফতার করা হয়। ফৌজদারী কার্যবিধি ১৫১ ধারায় ০২ জনকে গ্রেপ্তার করা হয়। ০১জন ওয়ারেন্টের আসামী ও ০১ জন নিয়মিত মামলায় গ্রেফতার করা হয়।
কোতয়ালী থানা পুলিশ কর্তৃক কোতয়ালী থানাধীন গুহ লক্ষ্মীপুর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামি ১) আরজু বেগম, স্বামী-রিয়াজ শেখ, পিতা-ফারুক ব্যাপারী; ২) রিয়াজ শেখ, পিতা-ইসমাইল শেখ; ৩) রাসেল খান, পিতা-মৃত হামিদ খান। সর্ব সাং- গুহলক্ষীপুর, কোতয়ালী, ফরিদপুর দের গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানার মামলা নং ৭২ তারিখঃ ১৯-০৮-২০২১ রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলফাডাঙ্গা থানা পুলিশ কর্তৃক আলফাডাঙ্গা থানা এলাকায় অভিযান পরিচালনা কালে ০১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আসামী ১) সুজন শেখ, পিতা- আব্দুল শেখ; ২)শিউলি বেগম, স্বামী- সুজন শেখ, সাং নড়াইল থানা- কাশিয়ানী জেলা-গোপালগঞ্জ দের গ্রেপ্তার করা হয়। এছাড়া ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আল আমিন মোল্লা পিতা- কুদ্দুস মোল্লা সাং- গাজীপুর থানা- আলফাডাঙ্গা জেলা-ফরিদপুর কে গ্রেফতার করা হয়। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মধুখালী থানা এলাকায় গত ১৮/০৮/২১ খ্রিঃ স্মৃতি রানী দাস(১৫), পিতা-দিপক কুমার দাস,সাং কলাগাছি,মধুখালী, ফরিদপুর নিখোঁজ হন। উক্ত নিখোঁজ সংক্রান্তে ভিকটিমের দাদা থানায় নিখোঁজ ডাইরী করিলে উক্ত ডায়রী এর ভিত্তিতে অফিসার ইনচার্জ এর সহায়তায় গত ২০/০৮/২১ খ্রিঃ তারিখ মাগুরা, শ্রীপুর থানাধীন রাধা নগর গ্রাম হতে উদ্ধারপুর্বক ভিকটিমের অভিভাবক ও দাদু দ্বিজেন্দ্রনাথ(৭৮),পিতা- মৃত দেবেন্দ্রনাথ,সাং- কলাগাছি,এবং সাবেক চেয়ারম্যান মোঃ সাব্বির হোসেন,পিতা- মৃত ওমর আলী সাং- জগন্নাথদী,মেঘচামী ইউপি,থানা- মধুখালী,জেলা- ফরিদপুর এর নিকট মধুখালী থানার জিডি নং-৯০৬,তাং-২১/৮/২১ মুলে ভোর ০৩.৪০ ঘটিকায় বুঝিয়ে দেওয়া হয়।
সদরপুর থানা পুলিশ কর্তৃক সদরপুর থানা এলাকায় অভিযান পরিচালনা কালে সদরপুর থানার মামলা নং-১৫ তাং-১৯/০৮/২১ এর নিয়মিত মামলার আসামি ১) রহিজউদ্দিন হাওলাদার,পিং-মৃত আঃ মালেক হাওলদার, সাং- পূর্ব শ্যামপুর, থানা- সদরপুর জেলা -ফরিদপুর কে গ্রেফতার করা হয়। এছাড়া শহিদুল ইসলাম,পিং-জলিল মিস্ত্রি, সাং- কোইল, থানা-দুপ চাচিয়া,জেলা- বগুড়াকে গ্রেপ্তার করা হয়। ধৃত আসামিদের ২০-০৮-২০২১ খ্রিঃ ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
ফরিদপুর ট্রাফিক বিভাগ কর্তৃক রুজু কৃত মামলার সংখ্যা – ০৭ টি, নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা – ০৪ টি, আদায়কৃত জরমিানার পরিমান- ১০,৮০০/- টাকা।
ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম, অভিযান পরিচালনায় অর্জন ও সেবাপ্রাপ্তির খবরা-খবর জনগণের সামনে তুলে ধরার লক্ষ্যে ফরিদপুর জেলা পুলিশের প্রতি ইউনিট সর্বদা নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছে।
Leave a Reply