স্টাফ রিপোর্টার : ফরিদপুরে ক্ষোরা রোগে আক্রান্ত হয়ে মারা গেলো ২০ ফ্রিজিয়ান গরু। গত ২ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বরের মধ্যে মারা যায় ওই গরুগুলো। মারা যাওয়া গরুর মধ্যে ফ্রিজিয়ান জাতের ৭ টি গাভী ও ১৩ টি বাছুর। এ ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলা কৃষ্ণনগর ইউনিয়নের হাট গোবিন্দপুর গ্রামে অবস্থিত দি পদ্মা ক্যাটেল ফার্মে। ক্ষতিগ্রস্থ খামারি শেখ মো. শহিদুল ইসলাম জানান, ২০১৪ সালে ৬ টি গাভী নিয়ে তিনি এই গরুর খামারটি শুরু করলেও এ গত নয় বছরে এমন ভাবে ক্ষতির মুখে তিনি পড়েন নি।
তিনি বলেন, দেড় মাস আগে তার খামারের গরুগুলো লাম্পিস্কিন রোগে আক্রান্ত হয়। প্রাণি সম্পদ অফিস থেকে ভ্যাকসিন প্রদান করে সুস্থ্য হতে না হতেই ফোঁড়া রোগের আমার সর্বনাশ হয়ে গেলে। লাম্পিস্কিনের ভ্যাকসিনের সাথে অফিস থেকে আমার খামারের সব গরুকে ফোঁড়া রোগের ভ্যাকসিনও প্রদান করা হয়। তারপরও একের পর এক গরু মারা গেলে। এর ফলে তার প্রায় ৪০ লক্ষ টাকা ক্ষতির হয়েছে।
ফরিদপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, আমরা শহিদুল ইসলামের খামার পরিদর্শন করেছি। আমার ওই খামারের গরুগুলিকে নিয়মিতই ভ্যাকসিন প্রদান করে থাকি। আমরা ভ্যাকসিন প্রদান করলেও কয়েকটি গরু মারা যায়। পর পর রোগে আক্রান্ত হওয়ার ফলে গরুগুলোর ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ায় মৃত্যুর ঘটনা ঘটে থাকতে পারে।
Leave a Reply