স্টাফ রিপোর্টার : কালো সোনা ফলাতে ফরিদপুরে পেঁয়াজের দানা বা বীজ উৎপদানের জন্য মাঠে রোপন চলছে ঁেপয়াজ। পেঁয়াজ রোপনে লক্ষমাত্রা অর্জনে চাষীদের পাশে দাড়িয়ে পরামর্শ দিতে ও পরিদর্শনে মাঠে গিয়েছিলেন জেলার সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তারা। ৭ ডিসেম্বর বুধবার বেলা ১১টায় জেলার সদর উপজেলার অম্বিকাপুর গ্রামের মাঠে দেখা যায় এমন চিত্র। পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ বীজ উৎপাদন করতে ভূমি প্রস্তুত করছে কৃষক। সেখানে পেঁয়াজ রোপন কররছিল চাষীরা। সকাল থেকে দলবেঁধে কৃষকরা মাটিতে পেঁয়াজ রোপন করে। এসময় জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালকসহ অন্যান্য কৃষি কর্মকর্তাবৃন্দ জেলার ও দেশের সফল পেঁয়াজ বীজ চাষীদের পেঁয়াজ রোপন ও ক্ষেত পরিদর্শন করেন। পাশাপাশি ঐ মাঠের রোপনকৃত পেঁয়াজ ক্ষেত ঘুরে দেখেন তারা।
পেঁয়াজের বীজ চাষী সাহিদা বেগম বলেন, তিনি এবছর ২৫একর জমিতে দানা পেঁয়াজ রোপন করছেন। এছাড়া ঠাকুরগাও জেলায় ৪০ একর জমিতে এই দানা পেঁয়াজ করেছেন তিনি। ইতিমধ্যে তারা মাঠগুলাতে পেয়াজ রোপন শেষের দিকে। এই সব জমি থেকে তিনি ৫’শ মন বীজ উৎপাদন করতে পারবেন বলে আশা করছেন। যদিও এবছর পাশ্বেবর্তী দেশ থেকে বীজ আসায় তারা দাম কম পেয়েছে। তবে আগামীতে দেশের পেঁয়াজ বীজ দিয়ে তারা চাহিদা পুরন করার আশা করছেন। জেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ জিয়াউল হক বলেন, জেলার মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী। তাই ব্যাপক পরিমান পেঁয়াজ বীজ উৎপাদন হয় এ জেলাতে। তাদের আধুনিক চাষ প্রনালী সম্পর্কে কৃষিবিভাগ নানা পরামর্শ দিয়ে থাকে। ক্ষেত পরিদর্শন করে তাদের অবস্থা জানার চেষ্টা করে সার, ওষুধ, কীটনাশক ব্যবহার বিধিসহ কারিগরি সহযোগীতা দিয়ে থাকেন বলে তিনি জানান।
Leave a Reply