স্টাফ রিপোর্টার :
করোনাকালে সরকার আরোপিত বিধি নিষেধ উপেক্ষা করে প্রায় দুই হাজার মানুষের উপস্থিতিতে মতবিনিময় সভার নামে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। সোমবার ইউনিয়নের শাকপাল দিয়া গ্রামে প্রাক্তন চেয়ারম্যান ফিরোজ খাঁনের বাড়ীতে বেলা ১১ টায় শুরু হওয়া ওই সমাবেশ দুপুরে মধ্যাহ্ন ভোজের মধ্য দিয়ে শেষ হয়।
জেলার নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত ইউনিয়নের সর্বসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের উপনেতার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী।
এ সময় তিনি বলেন, আমরা যেমন করোনার সাথে যুদ্ধ করছি তেমনি আওয়ামীলীগ প্রতিষ্ঠায় কাজ করছি। আমার কর্মসূচীতে বাঁধা দেবার চেষ্টা কেউ করবেন না। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, অনেক জায়গায় ব্যাপক জনসমাগম করেছি কিন্তু তালমা ইউনিয়নে কেনো বাঁধার সৃষ্টি করা হচ্ছে? তিনি আরো বলেন, এই তালমা ইউনিয়নে কোনো সন্ত্রাসীকে প্রশ্রয় দেয়া হবে না।
নগরকান্দা উপজেলা আওয়ামীলীগ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ জনপ্রতিনিধরা ছাড়াও প্রায় দুই হাজার কর্মী সমর্থক উপস্থিত ছিলেন।
এদিকে এ সমাবেশ সম্পর্কে আগে থেকে অবগত ছিলেন না দাবী করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, সমাবেশের খবরটি পরে জেনেছি, আগামীতে এ ধরনের কর্মসূচী থাকলে নিয়মানুযায়ী ব্যাবস্থা নেয়া হবে। #
Leave a Reply