স্টাফ রিপোর্টার :
করোনাকালেও সহযোগীতার হাত প্রসারিত করলেন ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের কৃতি সন্তান বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক উপ কমিটির সদস্য খাঁন মঈনুল হোসেন মোস্তাক।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কর্মহীন হয়ে পড়া দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ সহায়তা পাঠিয়ে দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার দুপুরে আলফাডাঙ্গা উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী উপস্থিত থেকে বিভিন্ন এলাকার দুই শতাধিক সাহায্য প্রত্যাশির হাতে খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেন।
এ সময় আরও আলফাডাঙ্গা পৌর মেয়র সাইফুর রহমান সাইফার, গোপালপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম, গোপালপুর ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ওহিদ হোসেন, ৭নং ওয়ার্ড সদস্য বিল্লাল হোসেন, উপজেলা যুবলীগ নেতা জাহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মান্নান শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
উপস্থিতরা আহ্বান জানান, যাদের সামথ্য অছে তারা যেনো সহযোগী প্রত্যাশীদের দিকে সমযোগীতার হাত বাড়িয়ে দেন খাঁন মঈনুল হোসেন মোস্তাকের মত, যাতে একটু হলেও ভালো থাকবে কম আয়ের মানুষেরা।
উল্লেখ্য, খাঁন মঈনুল হোসেন মোস্তাক বিভিন্ন দূযোগে নিজ এলাকার মানুষের পাশে থাকেন। নানাভাবে সাহায্য সহযোগীতা দিয়ে িএরই মধ্যে তিনি স্থান করে নিয়েছেন সাধারণ মানুষের মনে।
Leave a Reply