স্টাফ রিপোর্টার : একবার বাইরে থাকার পর বোয়লামারী, আলফাডাঙ্গা ও মধুখালী উপজেলা নিয়ে গঠিত ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আব্দুর রহমান। আব্দুর রহমান ওই আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য। ২০০৮ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পেয়ে ওই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলন। ২০১৪ সালের নির্বাচনে তিনি ওই আসন থেকে বিনা প্রতিদ্ব›িদ্বতায় সংসদ সদস্য নির্বাচিত হন। তবে ২০১৮ সালের নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাননি। পাঁচ বছর অপেক্ষার পর আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পুণরায় দলীয় মনোনয়ন পেয়েছেন।
দলীয় মনোনয়ন পেলেও তাকে মোবাবেলা করতে হবে ওই আসনের সাবেক সংসদ সদস্য শাহ মো. আবু জাফরকে। শাহ জাফর বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন। সম্প্রতি তিনি বিএনপি ত্যাগ করে বিএনএম (বাংলাদেশ ন্যাশনালিস্ট মুভমেন্ট) ভারপ্রাপ্ত চেয়ারম্যান হয়েছে। ওই দায়িত্ব নিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি নির্বাচন করবেন ফরিদপুর-১ আসন থেকে। পাশাপাশি দলীয় স্বতন্ত্র প্রার্থীদের মোকাবিলা করতে হতে পারে আব্দুর রহমানকে। ওই আসন থেকে দলীয় মনোনয়ন পত্র কিনেছিলেন ২২জন। তার একজন আরিফুর রহমান ওরফে দোলন।
তিনি ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক এবং কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি। মনোনয়ন পত্র ঘোষণার পর আরিফুর রহমান এক সাক্ষ্যাৎকারে বলেন, আমি এখন ঢাকায় আছি। সোমবার এলাকায় যাওয়ার পর আমার সমর্থকদের সাথে কথা বলে আমি আমার পরবর্তি করণীয় নির্ধারন করবো। ঘোষিত তপসিল অনুযায়ী আগামী ৩০ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। আগামী ১ থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত বাছাই, ১৭ নভেম্বর প্রত্যাহারের শেষ দিন, ১৮ নভেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জানুয়ারি।
Leave a Reply