স্টাফ রিপোর্টার : ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের ঈশান ইনস্টিটিউশনে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে ঈশান ইনস্টিটিউশন স্কুল হল রুমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নগদ অর্থ সহয়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী।
ঈশান ইনস্টিটিউশনের ম্যানেজিং কমিটির সভাপতি ও ঈশানগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ্যাড. মোঃ শহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে আর্থিক সহয়তা প্রধান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান।
এসময় ইউনিয়ন যুব লীগের সভাপতি শহিদুল ইসলাম শহিদ,স্কুল কমিটির সদস্য, স্কুলের শিক্ষক/শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পারফরমেন্স বেজডগ্রান্টস ফর সেকেন্ডারী ইনস্টিটিউশনস স্কিমের আওতায় সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের মাঝে এই আর্থিক সহয়তা প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি একটি ক্লাসে ছাত্র-ছাত্রীদের পাঠদান করেন।
Leave a Reply