1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আলফাডাঙ্গায় মৃত্যুর নয় মাস পর কবর থেকে লাশ উত্তোলন - আজকের ফরিদপুর
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আলফাডাঙ্গায় মৃত্যুর নয় মাস পর কবর থেকে লাশ উত্তোলন

  • Update Time : বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ১০১৬ জন পঠিত

স্টাফ রিপোর্টার :
মৃত্যুর নয় মাস পর ফের ময়না তদন্তের জন্যে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মিঠাপুর কবরস্থান থেকে সজীব ভুইয়া নামের এক যুবকের লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমাম রাজি টুলুর উপস্থিতিতে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্যে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
নিহত সজীব ভুইয়া পাশের বোয়ালমারী উপজেলার শেখ পুর গ্রামের কামাল ভুইয়ার পুত্র।


মামলার তদন্তকারী কর্মকর্তা ও ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট (সিআইডি)’র উপ পরিদর্শক মো. মোয়াজ্জেম হোসেন জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে লাশ উত্তোলনের নির্দেশ দেয় আদালত, আদালতের নির্দেশনা মোতাবেক লাশ তুলে ময়না তদন্তের জন্যে প্রেরণ করা হয়েছে। তিনি জানান, এজাহারে উল্লেখিত ১২ আসামীর মধ্যে ছয়জনকে এরই মধ্যে আটক করে আদালতে প্রেরণ করা হয়েছে, বাকীদের গ্রেফতারে পুলিশ সচেষ্ট রয়েছে বলেও জানান তিনি।


বাদী মো. কামাল ভুইয়া জানান, তার পুত্র সজীব ভুইয়া পুর্ব পরিচিত মুরাদ তালুকদারকে দেয়া পাওয়া টাকা ফেরত পেতে চাপ দেয়ায় ক্ষুব্দ হয় তারা। চাপ দেয়ার কারণে ক্ষুব্দ হয়ে সজীবকে হত্যার পরিকল্পনা করে। গত ২৬ জানুয়ারী তারা ইস্রাফিল তালুকদারের নির্দেশে ইস্রাফিলের ঘরের মধ্যে আটকে রেখে দীর্ঘ সময় ধরে নির্মমভাবে মারধর করে আহত করে এবং এক পর্যায়ে মুখের মধ্যে বিষ ঢেলে দিয়ে সজীব আত্মহত্যা চেষ্টা করেছে বলে অপপ্রচার করে। তিনদিন চিকিৎসা দেয়ার পর গত ২৯ জানুয়ারী সজীবের মৃত্যু হয়।

তিনি জানান, হত্যাকারীরা প্রভাবশালী হওয়ায় সজীবের মৃত্যুর পরই থানা পুলিশকে কব্জায় নিয়ে নেয় বিধায় থানায় অভিযোগ দিলেও মামলা নেয়নি। তাই বাধ্য হয়েই মৃত্যুও দেড় মাস পর আদালতের স্মরণাপন্ন হলে আদালত মামলা এজাহারভুক্ত করতে নির্দেশনা দেয় আলফাডাঙ্গা থানা পুলিশকে। কিন্তু থানা পুলিশ সুরতহার রিপোর্ট তৈরিসহ নানাভাবে শুরু থেকেই বৈরি আচরণ করতে থাকে। এরই মধ্যে মামলার তদন্তভার সিআইডর উপর ন্যান্ত করা হয়। তিনি জানান, দীর্ঘ সময় পর ময়নাতদন্ত রিপোর্ট আসলেও তা প্রভাবিত করে করা হয়েছে অনুমেয় হওয়ায় পুনরায় তদন্তের নির্দেশনা চাওয়া হয় আদালতে। আদালত পুন:ময়নাতদন্তের নির্দেশনা দেয়ায় ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও দেখা দিয়েছে বলে দাবী তার।
নিহতের চাচা মো. মজিবর রহমান জানান, নিহত সজীবের শরীন জুড়ে অনেক আঘাতের চিহ্ন থাকলেও সুরতহার রিপোর্টে তা উল্লেখ করা হয়নি। তিনি এ ঘঁনায় ন্যায় বিচার দাবী করেন। #

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION