1. ajkerfaridpur2020@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
  2. jmitsolution24@gmail.com : support :
  3. titunews@gmail.com : Monirul Islam Titu : Monirul Islam Titu
আটক হল ডাকাতদল - আজকের ফরিদপুর
বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন
নোটিশ বোর্ড :
আজকের ফরিদপুর নিউজ পোর্টালে আপনাদের স্বাগতম । করোনার এই মহামারীকালে সামাজিক দূরত্ব বজায় রাখুন। সচেতনে সুস্থ থাকুন।

আটক হল ডাকাতদল

  • Update Time : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১
  • ৯৬৪ জন পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :
অদ্য ১৩/০২/২০২১ইং তারিখ রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন পদ্মার মোড় নামক ঢাকা মহাসড়কের উপর হতে চলন্ত বাসে ডাকাতি গ্রহনের প্রস্তুতের সময় ডাকাত দলের ০৭ জন সদস্যকে আটক করেছে র‌্যাব-৮এর ফরিদপুর ক্যাম্প। রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা মহাসড়কের উপর দীর্ঘদিন যাবৎ ডাকাত দলের সদস্যরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের পরিবহন বাসে ডাকাতি কার্যক্রম করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ১৩/০২/২০২১ইং তারিখ গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানাধীন ঢাকা মহাসড়কের উপর একে ট্রাভেলস নামক পরিবহন বাসে ডাকাতি করার প্রস্তুতের সময় ডাকাত দলের সদস্য ১। মোঃ আব্দুল জলিল(৪০), পিতা-মৃত মুন্নাফ, সাং- কাউটিয়া, থানা- ঘেউর, ২। মোঃ লিটন(২০), পিতা-মোঃ আহম্মদ আলী, সাং-কালই, ৩। মোঃ শেখ জুয়েল(২০), পিতা-শেখ গফুর, সাং-কুকুর হাটি, উভয় থানা-হরিরামপুর, জেলা-মানিকগঞ্জ, ৪। মোঃ মিলন মিয়া(২০), পিতা-মোঃ আতিয়ার রহমান, ৫। মোঃ পাপুল ইসলাম(২০), পিতা-মৃত মুকুল রহমান, উভয় সাং-কেশরগাড়ি, থানা-পলাশবাড়ি, জেলা-গাইবান্ধা, ৬। মোঃ শহিদুল ইসলাম(২০), পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং-চতরা অনন্তপুর, ৭। শ্রী উজ্জল চন্দ্র মহন্ত(২৪), পিতা-বিপীন চন্দ্র মহন্ত, সাং-চতরা অনন্তপুর, উভয় থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরদেরকে হাতে নাতে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজত হতে ডাকাতি কাজে ব্যবহৃত স্কুল ব্যাগ-০১ টি, চাপাতি ০২ টি, চাকু-০৪ টি, মোবাইল-০৬টি এবং সীমকার্ড-১২টি উদ্ধার করা হয়।

আসামীদের জিজ্ঞাসাবাদ ও আসামীদের সম্পর্কে গোয়েন্দা তথ্য সংগ্রহ করে জানা যায় যে, আসামীরা পেশাদার ডাকাত এবং ইতিপূর্বে তারা দেশের বিভিন্ন এলাকায় একাধিক ডাকাতি করেছে বলে স্বীকার করে। উল্লেখ্য যে, এই ডাকাত দলের সদস্য থাকে ৭-৮ জন, এদের মধ্যে অন্তর্ভূক্ত থাকে একজন প্রশিক্ষিত গাড়ী চালক সে প্রথমে ড্রাইভারকে অস্ত্রের মুখে রেখে গাড়ী নিজ নিয়ন্ত্রনে নেয় তারপর অস্ত্রের মুখে গাড়ীর যাত্রীদের নিকট হতে বিভিন্ন ধরনের মূল্যবান জিনিসপত্র যেমন, স্বর্ণ-অলংকার, টাকা-পয়সা, মোবাইল ছিনিয়ে নেয়। এক্ষেত্রে যাত্রীরা কোন প্রতিরোধ করার চেষ্টা করলে অস্ত্র দিয়ে তাদেরকে আঘাত করতে দিধাবোধ করে না। তাদের জবানবন্দী থেকে আরো জানা যায় যে, তারা গত ১.৫ মাসে দেশের বিভিন্ন স্থানে ০৫ টি ডাকাতির ঘটনা ঘটিয়েছে। উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় ডাকাতি প্রস্তুত আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন আছে ও উক্ত চক্রের অন্যান্য আসামীদের গ্রেফতারের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© পদ্মা বাংলা মিডিয়া হাউজের একটি প্রতিষ্ঠান
Design & Developed By JM IT SOLUTION