বিজয় পোদ্দার, ফরিদপুর : মালিকের অশেষ দয়া ও মহব্বতান্তে, জামানার মহা ইমাম মহান মোজাদ্দেদ বিশ্বওলী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) সাহেবর হুকুমে কেবলাজান হুজুরের আধ্যাত্মিক প্রতিনিধি কুররাতুল আইনী আলহাজ্ব হযরত খাজা মিয়া ভাইজান মোজাদ্দেদী ও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আলহাজ্ব হযরত খাজা মেজ ভাইজান মোজাদ্দেদী ছাহেব দ্বয়ের এজাজতে জাকের পার্টির উদ্যোগে আগামী ১৫ই ডিসেম্বর ফরিদপুর সদর উপজেলার কানাইপুর তেঁতুলিয়া মরহুম আঃ মান্নান মোল্লার বাড়ীতে বাৎসরিক ইসলামী জলসা অনুষ্ঠিত হবে। এই জলসায় জাকেরান, আশেকান ও ধর্মপ্রাণ মুমিন মুসলমান ভাই ও বোনদের উপস্থিত হয়ে মালিকের মহব্বত দেলে পয়দা করিবার জন্য দাওয়াত দিয়েছেন। জাকেরানদের পক্ষে মোল্লা মোঃ মাহ্বুবুর রহমান।
Leave a Reply