স্টাফ রিপোর্টার : ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকা হতে ২ বছরের সাজা প্রাপ্ত আসামী ০২ বছর পলাতক থাকার পর গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।সুত্র জানায় জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকায় মোঃ মোজাম্মেল হোসেন(৪৭) নামের চেক জালিয়াতী মামলার ০২ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ০২ বছর ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছে বলে র্যাব জানতে পারে।
উক্ত সংবাদ অবহিত হওয়ার পর গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি শেখ ইসরাইল আমিন এর নেতৃত্বে ২৫/০২/২০২২ তারিখ ১৪.৫০ ঘটিকার সময় ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন খাসকান্দি গ্রাম এলাকা হতে সাজা প্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ মোজাম্মেল হোসেন(৪৭) কে গ্রেফতার করে।
মোঃ মোজাম্মেল হোসেন কোতয়ালী থানার উলুকান্দা গ্রামের বাসিন্দা মৃত আলী মুন্সির পুত্র। উক্ত আসামীকে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় জিডি মূলে হস্তান্তর করা হয় বলে র্যাব জানিয়েছে।
Leave a Reply