স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের মধুখালীতে নিজের চাচাতো ভাইয়ের সাথে বৌয়ের অনৈতিক কর্মকান্ড দেখে আক্রোশ বশত পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ৯ জুলাই উপজেলার আড়পাড়া ইউনিয়নের মধ্য আড়াপাড়ার সমির মল্লিক (৪৬) এর বাড়ীতে এঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সমির মল্লিকের চাচাত ভাই তানভীর মল্লিকের (২২) সাথে স্ত্রী আনোয়ারা বেগম (৩৭) এর অনৈতিক সম্পর্ক ছিলো। ওই দিন দুপুরে সমির মল্লিক বাড়ীতে ছিলেন না থাকার সুযোগে তারা অনৈতিক সম্পর্কে লিপ্ত হয়। আকষ্মিকভাবে এসময় স্বামী সমির মল্লিক ঘরে তাদের আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। সামিরের উপস্থিতি টের পেয়ে তানভীর দৌড়ে পালিয়ে যায়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি চলঠিলো। বিকেলের দিকে এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে স্ত্রীকে মারপিট করেন স্বামী সমির মল্লিক। এতে গুরুত্বর আহত হয়ে পড়লে আনোয়ারাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নেয়া হলে কর্মরত চিকিৎসক আনোয়ারাকে মৃত ঘোষনা করেন। এ খবর পৌছালে সমির মল্লিক আত্মগোপনে চলে যান।
পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত আনোয়ারা বেগমের এক কন্যা ও দুই পুত্র সন্তান রয়েছে। সবার বড় মেয়ে রজনী বেগম (২৩) বিবাহিত, ছেলে নয়ন মল্লিক (১৯) পেশায় গাড়ী চালক ও ছোট ছেলে ইমন (১০)। নিহত আনোয়ারার বাবার বাড়ী মাগুরা সদরের আলোকদিয়া গ্রামে।
এ প্রসঙ্গে মধুখালী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম জানান, এঘটনায় কেউ অভিযোগ দেয়নি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহৃ রয়েছে। লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে বলে জানান তিনি। #
Leave a Reply