সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে ভিটামিন এ-প্লাস ক্যাম্পেইন ২০২৩ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। (বুধবার) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হল রুমে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ওমর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সি শিশুদের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
এ সময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেল, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা কৃষি কর্মকর্তা বিধান রায় প্রমুখ। পরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আয়োজিত কুইজ ও চিত্রাংকন প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply