সদরপুর সংবাদদাতা : ফরিদপুরের সদরপুরে প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন করা হয়েছে। সোমবার দুপুরে এ উপলক্ষে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ডাঃ এম.এ. গাফ্ফার, মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুদ্ধ আহত বীর মুক্তিযোদ্ধা আঃ রফিক মোল্যা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনিন কল্পনা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহমেদ, কৃষি কর্মকর্তা বিধান রায়, পল্লি উন্নয়ন কর্মকর্তা সমির বৈদ্য, উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।
Leave a Reply