মনির মোল্যা, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথার স্বেচ্ছাসেবী সংগঠন শান্তির আহ্বানের সংগঠনটি বর্ষপূতি উপলক্ষে সালথা উপজেলাব্যাপী বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক ক্যাম্পেইন শেষে কুয়াকাটা সমুদ্র সৌকতে আনন্দ ভ্রমনের মধ্যদিয়ে শনিবার (১২ ফেব্রুয়ারী) ১ম বর্ষের কার্যক্রম শেষ হয়েছে।
কুয়াকাটায় সমুদ্র সৈকত ভ্রমনেও ছিল নানান সাংস্কৃতিক ও সচেতনমূলক কমূর্সচী। শান্তির আহ্বানের গেঞ্জি পরে প্রায় ৭০ জন সদস্য বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। দাঙ্গা-হাঙ্গামা না করি আলোকিত সমাজ গড়ে তুলি, দাঙ্গা-হাঙ্গামা না করি আলোকিত বাংলাদেশ গড়ি তুলিসহ ধ্বনিতে উচ্চারিত হয়ে বিভিন্ন স্লোগান। এতে সালথা বাজারের সুনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান তামিম ইলেক্ট্রনিক্স, ইতালি টেলিকম, ১ টু ৯৯+ মার্কেট, পারফেক্ট কম্পিউটার এর সৌজন্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে আকর্শনীয় পুরস্কার প্রদান করা হয় ।
জানা যায়, ফরিদপুরের সালথা উপজেলার চলমান পরিস্থিতির মধ্যে সংঘর্ষ নিরসনে কাজ শুরু করছেন ‘শান্তির আহ্বান’- নামে এই স্বেচ্ছাসেবী সংগঠন। ‘প্রতিশোধের মনোভাব নয়, ক্ষমা ও সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করুন- শান্তি আসবেই’ এই স্লোগানকে সামনে রেখে একদল তরুণ ছাত্র, শিক্ষক, চিকিৎসক, উদ্যোক্তা ও সচেতন মানুষদের নিয়ে উপজেলার প্রতিটি গ্রাম ও পাড়া-মহল্লা ঘুরে ঘুরে শান্তির বার্তা পৌঁছে দিচ্ছেন। শুধু সংঘর্ষ নিরসনে নয়, ২০২০ সাল থেকে সংগঠনটি প্রতিনিয়ত নানা সমাজ সেবা ও উন্নয়নমূলক কাজ করছে সালথা উপজেলার প্রতিটি এলাকায়।
শান্তির আহ্বানের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম বলেন, শান্তির আহ্বান সংগঠনের মাধ্যমে সালথা উপজেলাকে দাঙ্গা-হাঙ্গামা মুক্ত করে প্রতিটি গ্রামকে শিক্ষিত ও আদর্শ গ্রাম হিসেবে গড়ে তুলতে চাই। উপজেলা প্রতিটি ইউনিয়নে আমাদের উপ-কমিটি করে সালথা উপজেলাব্যাপী বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণ করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা প্রাথমিকভাবে ২ হাজার বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ করেছি। শীতে শতাধিক পরিবারের মাঝে কম্বল বিতরণ, করোনার প্রকোপের মধ্যে সুবিধাবঞ্চিতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ, মাস্ক বিতরনসহ বছরব্যাপী নানা সামাজিক সচেতন ও উন্নয়নমূলক কার্যক্রম করা হয়েছে । সংগঠনের বর্ষপূতি উপলক্ষে সালথা উপজেলাব্যাপী বিভিন্ন ক্যাম্পেইন শেষে কুয়াকাটা সমুদ্র সৌকতে আনন্দ ভ্রমনের মধ্যদিয়ে আমাদের ১ম বর্ষের কার্যক্রম শেষ হয়েছে।
এদিকে শান্তির আহ্বানের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে সালথা উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর এই কার্যক্রম আরও বেগমান করতে সাউন্ড সিস্টেম উপহার দিয়েছেন । তিনি আনন্দ ভ্রমন কুয়াকাটায় বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রামে অংশ গ্রহণ করেন এবং শান্তির আহ্বান এর মাধ্যমে সালথা যেন আদর্শ সালথা হিসেবে গড়ে উঠে সেই কামনা করেন। সেজন্য শান্তির আহ্বানের আদর্শকে ধারন করে সবসময় পাশে থাকার অঙ্গীকার করেন।
এতে আরও উপস্থিত ছিলেন- সালথা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল হাসান জুয়েল, সাংবাদিক- মনির মোল্যা, বাকিবিল্লাহ, মামুনসহ অনেকেই।
Leave a Reply