সবুজ দাস : ফরিদপুরের ঐতিহ্যবাহী সরকারি হাজী শরীয়তুল্লাহ বাজার ব্যাবস্থাপনা কমিটি (২০২২-২০২৭) এর ২১টি পদের জন্য ৫ বছর মেয়াদী নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে বিনা প্রতিদ্ব›দ্বীতায় নির্বাচিত হয়েছেন ফরিদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও পৌরসভার ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো: নুরুল ইসলাম মোল্লা। একই সাথে সাধারন সম্পাদক পদে বাস প্রতিক নিয়ে ৮৪২ পেয়ে মোঃ আবুল হোসেন হাওলাদার নির্বাচিত হয়েছেন। অপরদিকে সহ-সভাপতি পদে মোঃ বজলুর রশিদ, এম এম মুসা, আব্দুল জলিলসহ মোট ৩ জন, দপ্তর সম্পাদক পদে প্রদীপ কুমার সাহা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জামাল শেখ, লাইন সহকারী সম্পাদক পদে মো: মিন্টু শেখ, সমাজকল্যাণ সম্পাদক পদে মো: মোবারক ব্যাপারী, ধর্ম বিষয়ক সম্পাদক পদে ফিরোজ মিয়া, প্রচার সম্পাদক পদে মোঃ শাহিন মন্ডল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদে মোঃ ফরিদ মোল্লা, আবুল বাশার মৃধা (রিপন), মোঃ মিরাজ খান, মোঃ সালাউদ্দিন খান হায়দার, গোবিন্দ দাস সহ মোট ৫ জন নির্বাচিত হয়েছেন। এ কমিটির বিনা প্রতিদ্ব›দ্বীতায় আরো নির্বাচিত হয়েছেন যুগ্ন- সম্পাদক পদে খায়রুজ্জামান, মোঃ মিঠু মিয়া সহ মোট ২ জন, অর্থ সম্পাদক পদে আব্দুল জব্বার খান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে মোঃ ইসমাইল হোসেন, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পদে মোঃ কবির শেখ। ২৩ শে জুন সকাল ৮ ঘটিকা থেকে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে বিরতীহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এতে মোট ১০৩৭ জন ব্যবসায়ী ভোটার এর মধ্যে ৯৫১ বাজারের ব্যবসায়ীরা ভোটারগন তাদের ভোটাধীকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সচিব মোঃ দেলোয়ার হোসেন ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন ফরিদপুর পৌর সভার ২ নং ওয়ার্ড কাউন্সিলর কুদ্দুসুর রহমান কুদ্দুস। নির্বাচন চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ দিকে নবনির্বাচিত কমিটিকে স্বাগত জানিয়ে ব্যবসায়ীদের উৎসাহ উদ্দিপনায় পুরো বাজার জুড়ে বইছে উৎসবের আমেজ। একই সাথে বাজার উন্নয়নে নবনির্বাচিত কমিটি বিশেষ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছেন বাজারের সাধারন ব্যবসায়ীরা। উল্লেখ্য ১৯৭৪ সালে শহরের কুমার নদীর তীরে প্রতিষ্ঠিত হওয়া এই বাজার বৃহত্তর ফরিদপুরের মধ্যে অতি পরিচিত। খাদ্য দ্রব আমদানী ও রপ্তানীসহ দেশের আর্থীক জিডিপির হার বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে আসছে এ বাজারটি।
Leave a Reply