সদরপুর প্রতিনিধি :
ফরিদপুরের সদরপুরে নারী শিক্ষায় অবদান রাখায় রোকেয়া পদক প্রাপ্ত রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার সকালে উপজেলার শিল্পকলা একাডেমিতে এ সংবর্ধনা দেয়া হয়।
সদরপুর প্রেস ক্লাবের উপদেষ্ঠা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহম্মেদ জামসেদ, সদরপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ডাঃ এম এ গাফ্ফার মিয়া।
স্বাগত বক্তব্য রাখেন সাদরপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ মিয়া, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি শিমুল তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সভাপতি, বিশেষ অতিথি ও অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। পরে রহিমা খাতুনকে সদরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
রহিমা খাতুন সদরপুরে বেগম কাজী জেবুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও সদরপুর মহিলা কলেজ প্রতিষ্ঠা করে অত্র অঞ্চলে নারী শিক্ষা উন্নয়নে অবদান রাখায় বাংলাদেশ সরকার রোকেয়া পদক ২০২২ প্রদান করেন। তিনি সদরপুর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, সদরপুর শিল্পকলা একাডেমির সহ-সভাপতি, সদরপুর স্কাউডের কমিশনার ও সদরপুর উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন। #
Leave a Reply