স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দুপুরে রাজধানীর বুকে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করার জন্য ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফ এর নেতৃত্বে আওয়ামীলীগ ও তার অংঙ্গসংঠনের কয়েক হাজার নেতাকর্মির একটি বহর ঢাকার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে কোন নেতাকর্মির খাওয়া-দাওয়ায় যেন কষ্ট না হয়, সে কারনেই উন্নতমানের খাবার নিয়ে পকুরিয়ায় অবস্থান নেয় ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবীলীগের সভাপতি কাজী আব্দুস সোবহান।
জেলা আওয়ামীলীগের নেতৃত্বে যাত্রীবাহী এ বহরটি পুকুরিয়ায় পৌছানো মাত্রই কাজী আব্দুস সোবাহান ও তার নেতা কর্মিরা সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডগুলি ¯েøাগানের মাধ্যমে তুলে ধরে সকল নেতা কর্মিদের স্বাগত জানান। এ সময় উন্নতমানের প্যাকেট জাতকৃত খাবার গুলি প্রত্যেক নেতাকর্মিদের হাতে তুলে দেন। এর আগে নেতা কর্মিদের উদ্দেশ্যে আনা উন্নতমানের এ প্যাকেটজাতকৃত খাবার গুলি পুকুরিয়ায় জড়ো করা হয়। এ সময় আবেগাপ্লæত হয়ে সোবাহান বলেন আমার প্রান প্রিয় নেত্রী আওয়ামীলীগ সভানেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে বহুল প্রতীক্ষিত মেট্রোরেল সার্ভিসের দ্বিতীয় ধাপের উদ্বোধন করবেন। এ উপলক্ষে আমার ভ্রাতৃত্বপ্রেমী আওয়ামীলীগের সকল নেতাকর্মিরা অনুষ্ঠানকে সাফল্য মন্ডিত করতে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছেন।
তাই আমার ভাইদের যাতে পথে কোন কষ্ট না হয়, সে জন্যই ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি শামিম হক ও সাধারন সম্পাদক ইশতিয়াক আরিফের নির্দেশনায় এ খাবারের আয়োজন করা হয়েছে। এ সময় আওয়ামীলীগ সরকারের গত ১৪ বছরে বৈপ্লবিক উন্নয়নের কথা তুলে ধরে ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবীলীগের সভাপতি কাজী আব্দুস সোবাহান বলেন বর্তমান সরকারের নেতৃত্বে দেশ আজ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌছিয়েছে। তিনি বলেন নদীমাতৃক বাংলাদেশে নিরবচ্ছিন্ন সড়ক ও রেলযোগাযোগ স্থাপনের জন্য পদ্মা সেতু, বঙ্গবন্ধু যমুনা সেতু, তিস্তা সেতু, পায়রা সেতু, দ্বিতীয় মেঘনা, দ্বিতীয় গোমতী সেতুসহ শত শত সেতু, সড়ক, মহাসড়ক নির্মাণ, পুনঃনির্মাণ করেছে সরকার। এক পদ্মা সেতু দক্ষিণ এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলাকে সড়ক পথে ঢাকা এবং অন্যান্য জেলার সঙ্গে সরাসরি সংযুক্ত করেছে।
এই সেতুর ফলে দেশের অর্থনীতিতে প্রবৃদ্ধি বেড়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, কৃষক ফসলের ন্যায্য মুল্য পাচ্ছে। এ ছাড়াও বঙ্গবন্ধু টানেল, রুপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রসহ অসংখ্য মেঘাপ্রকল্প বাস্তবায়ন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ রাজধানীর বুকে মেট্রোরেলেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি বিষ্মিত হয়ে বলেন সরকারের এ উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করতে এক শ্রেণীর দুবৃত্তরা উঠে পরে লেগেছে। তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে মিথ্যাচার শুরু করেছে। তবে সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে জনগনের ভোটেই বিজয়ী হয়ে পুনরায় আওয়ামীলীগ সরকার গঠন করবে বলে প্রত্যাশা করেন ফরিদপুর জেলা আওয়ামী মৎসজীবীলীগের সভাপতি কাজী আব্দুস সোবাহান।
উল্লেখ্য শনিবার ঢাকার রাজধানীতে আগারগাঁও স্টেশন থেকে আগারগাঁও-মতিঝিল অংশের মেট্রোরেল উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী এমআরটি লাইন-৫ (উত্তর রুট) নির্মাণ কাজেরও উদ্বোধন করেন। এই লাইন হেমায়েতপুর থেকে ভাটারা হয়ে গাবতলী, মিরপুর-১০, গুলশান পর্যন্ত ২০ কিলোমিটার হবে। ৪১,২৩৯ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হবে ২০২৮ সালে। গত ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের প্রথম ধাপের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
Leave a Reply