বোয়ালমারী সংবাদদাতা : ফরিদপুরের বোয়ালমারীতে মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিকলীগের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোমবার বিকেল চারটায় উপজেলা শ্রমিকলীগের আয়োজনে বোয়ালমারী থানা রোডস্থ আওয়ামী লীগের পার্টি অফিসের সামনে থেকে একটি র্যালী বের হয়ে পৌরসভার মেইন সড়ক প্রদক্ষিণ হয়ে পার্টি অফিসে শেষ হয়। উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. ফিরোজ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম এম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, মিজানুর রহমান মৃধা মিলন, পৌরসভার কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এস এম বাকের ইদ্রিস। বিশেষ বক্তার বক্তব্য রাখেন উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, পৌর শ্রমিক লীগের সাধারন সম্পাদক মো. রবিউল মিয়া প্রমুখ। এসময় সেখানে বাংলাদেশ মটর, সড়ক পরিবহন, ও যুব শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Leave a Reply