ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরবৃন্দ সমাজকে সুস্থ রাখতে মাদক নির্মুলের প্রত্যয় ব্যক্ত করেছেন। শনিবার রাতে ফরিদপুর পৌরসভার ১২নং ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারণ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র পদে নবনির্বাচিত অমিতাব বোস বলেন, মাদক শুধু একটি পরিবারকে নয় বরং একটি সমাজ তথা দেশকে ধ্বংস করে দিতে পারে। মাদক আজ সর্বগ্রাসী, যার প্রধান শিকার যুব সম্প্রদায়। আগামী দিনের যুব সমাজকে নেশামুক্ত রাখতে কাজ করার অঙ্গীকার করে আগামীতে নিয়মিত ক্রীড়া চর্চার আয়োজন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন হাওলাদারের সভাপতিত্বে ১২ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নবনির্বাচিত গোলাম মো. নাছির এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করার প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন, যোগ্য নেতৃত্বের অভাবে অত্র এলাকার মানুষ ছিলো উন্নয়ন বঞ্চিত। মানুষের সেবায় ব্রত হয়ে উদাহারণ সৃষ্টি করতে চাই।
অপরদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে নবনির্বাচিত মাসুমা বেগম নারী অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
Leave a Reply