মো. সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় দুস্কৃতকারীদের দেয়া বিষে পুকুরের প্রায় ৫ লক্ষাধিক টাকার মাছ নিধন হয়েছে।গত ২ দিন যাবৎ মাছগুলো মরে পানিতে ভেসে উঠছে। ক্ষতিগ্রস্থ পুকুরটিতে ভেসে উঠা মাছগুলো দেখতে এলাকাবাসী ভীড় করছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের মুটরা গ্রামের চতলার বিল সংলগ্ন এলাকায়। পুকুরের মালিক মৎস্য ব্যবসায়ী কামাল সর্দার। মাছ নিধনে তিনি মানসিকভাবে ভেঙ্গে পড়েছেন। কামাল সর্দার জানান,পুকুরটিতে প্রতি বছরের ন্যায় এবারও মাছ চাষ করেছিলেন তিনি।ওই পুকুরে দুর্বত্তরা আনুমানিক ২ দিন আগে রাতের অন্ধকারে কোন এক সময়ে বিষ ঢেলে দেয়। পুকুরের মাছ হঠাৎ করেই গতকাল হতে মরে মরে ভেসে উঠতে থাকে। মৃত মাছের দুর্গন্ধ এলাকায় ছড়িয়ে পড়েছে।
তিনি আরও জানান,পুকুরটিতে এ বছর দেড় লক্ষ টাকায় ইজারা নিয়ে ঘের তৈরী করে প্রাকৃতিক খোলা জলাশয়ে শোল,গজার,কৈ,শিং,বোয়াল,চিতলসহ বিভিন্ন দেশীয় প্রজাতির মাছ চাষ করেন। হঠাৎ করেই মাছগুলো মরে ভেসে উঠতে থাকে। শত শত মাছ মরে ভেসে উঠতে দেখে তার মাথায় যেন বাজ পড়েছে।এতে কষ্টার্জিত মূলধন হারিয়ে অসহায় কামাল সর্দার নির্বাক হয়ে পড়েছেন। কান্না জড়িত কন্ঠে তিনি বলেন,আমি ধার দেনা করে যে টাকা খাটিয়েছি তাতে চরম বিপদে পড়েছি। স্থানীয় পশু চিকিৎসক মামুন মোল্লা বলেন, মৎস্য সম্পদ যারা বিনষ্ট করেছে, তাদের অপরাধ ক্ষমার অযোগ্য।এই দুর্বত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ। এলাকার মৎস্য চাষী মিজানুর রহমান লিটু বলেন, গতকাল সকাল হতেই পুকুরটিতে বড় বড় রুই,কাতলা, তেলাপিয়া সহ অসংখ্য মাছ মরে ভেসে উঠতে থাকে। বিষয়টি নিয়ে এলাকাবাসি ও আমরা পর্যবেক্ষন করে বুঝতে পারি কোন দুস্কৃতকারী হয়তো পুকুরে বিষ প্রয়োগ করেছে। বিষক্রিয়ার পুকুরের সব মাছগুলো মরে গেছে। উক্ত পুকুর হতে প্রতি বছরই লাখ টাকার মাছ চাষাবাদ করে পেয়ে থাকে। বন্যার কারনে এবছর বেশ কয়েকটি পুকুর পাশাপাশি থাকার দরুন সব মাছ ছড়িয়ে পড়ে। জাতীয় সম্পদ মাছ দুর্র্র্র্র্বৃত্তরা যেভাবে ধ্বংশ করেছে তাদের ধরে কঠোর শাস্তির ব্যবস্থা করা উচিৎ।
এ ব্যাপারে স্থানীয় ইউপি চেয়ারম্যান রেজাউল হাসনাত দুদু মিয়া বলেন, দুর্র্র্র্র্র্র্বৃতÍদের সনাক্ত করতে সর্বাত্মক সহযোগিতা করা হবে। ক্ষতিগ্রস্থ মৎস্য চাষীকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে।এদিকে বিষযটি উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্তীকে জানানো হয়েছে। তিনি জেলা মৎস্য কর্মকর্তাকে বিষয়টি অবহিত করে যথাযথ পদক্ষেপ গ্রহন করবেন বলে জানান। বিষয়টি নিয়ে ভাঙ্গা থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
Leave a Reply