স্টাফ রিপোর্টার : ফরিদপুর- ৩ (সদর উপজেলা) আসনে নৌকার মাঝি নির্বাচিত হওয়ার পর সোমবার দুপুরে রাজধানী থেকে নির্বাচনী এলাকা ফরিদপুরে জেলা আওয়ামীলীগের সভাপতি শামীম হক। জাতীয় শ্রমিকলীগসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। নগরকান্দার তালমা থেকে কয়েকশত মোটর সাইকেল ও শতাধিক মাইক্রাবাসের বহন নিয়ে তাকে এ অভ্যর্থনা জানানো হয়।
পরে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শামীম হক দুপুরে শহরের শেখ রাসেল স্কয়ারে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে ১৫ আগষ্ট নিহতদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানান। অত:পর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় শামীম হক তার বক্তব্যে মনোনয়ন বঞ্চিতদের আওয়ামীলীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার প্রতিক নৌকা বিজয়ী করার আহŸান জানান।
এসময় তিনি সন্ত্রাস ও মাদক সেবীদের বিরুদ্ধে কড়া হুশিয়ারী উচ্চারণ করে কোনো ধরনের প্রশ্রয় না দেয়ার ঘোষনা দেন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি নৌকায় ভোট প্রর্থনা করেন। এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম হক, পৌর মেয়র অমিতাব বোস, জাতীয় শ্রমিক লীগ, ফরিদপুর জেলা শাখার সভাপতি গোলাম মো. নাছির ও সাধারণ সম্পাদক মো. ইমান আলী মোল্লাসহ আওয়ামীলীগ ও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply