শাহজাহান হেলাল,মধুখালী : ফরিদপুরের মধুখালী উপজেলা তিনটি ইউনিয়ন পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে ডুমাইন ইউনিয়ন আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ডুমাইন সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মো. মতিয়ার রহমান মোল্যার সভাপতিত্বে এবং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকির আহমেদ টোকনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাাদক মো. রেজাউল হক বকু।
বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুস সালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আলিউজ্জামান খোকন, মো. শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এম বাবুল আক্তার, সদস্য গরীব মোহাম্মদ, দলীয় প্রার্থী চেয়ারম্যান খুরশীদ আলম মাসুম, সাবেক চেয়ারম্যান আলতাব হোসেন, ইউনিয়ন আওয়ামীলীগের সফিকুল ইসলাম লিয়া প্রমুখ।
বর্ধিত সভায় এ সময় উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মো. আতিয়ার রহমান মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক শাহ্ মো. ফারুক হোসেন, শ্রমবিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম পাঁচু, সহ-দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক রাজা, সহ-প্রচার সম্পাদক রেজাউল করিম তুহিন উপস্থিত ছিলেন। বক্তাগণ আগামী ২৭জুলাই ডুমাইন ইউনিয়ন পরিষদের সাধরণ নির্বাচনে সকলকে একহয়ে নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার অঙ্গিকার ব্যক্ত করেন।
Leave a Reply