আঃ ওহাব মোল্যা, চরভদ্রাসন : সরকার সয়াবিন তেলের দাম কমানোর পরও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (তাং-২৮-০৭-২০২২ইং) এ জরিমানা করেন চরভদ্রাসন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ খাইরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান ও চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক (এস,আই) প্রবীর কুমার মিত্রসহ পুলিশ সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সরকার দাম কমানোর ঘোষণার পরেও বেশি দামে সয়াবিন তেল বিক্রি করায় সদর বাজারের মেসার্স দেওয়ান ব্রাদার্সকে পাঁচ হাজার টাকা ও মেসার্স নিমাই ষ্টোরকে দুই হাজার টাকা জরিমানা করেন। তিনি আরও বলেন, প্রত্যেক ব্যবসায়ীকে সর্তকতামূলক জরিমানা করা হয়েছে।
Leave a Reply