মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা ব্যুরো : ফরিদপুরের ভাঙ্গায় মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদের বদলিজনিত বিদায় ও নবাগত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনের যোগদান উপলক্ষে এক বরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিদ্যালয়গুলোর প্রধানগনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান। ভাঙ্গা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হায়দার হোসেনের সার্বিক তত্তাবধানে প্রধান শিক্ষক শাখাওয়াত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী শিক্ষা কর্মকর্তা সৈয়দ আহমেদ জামসেদ ও নবাগত শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দিনকে স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন প্রধান শিক্ষক মেজবাহা উদ্দিন,মেজবাহ আহমেদ,শহিদুল্লাহ চৌধুরী প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রহল্াদ বিশ্বাস সহ গন্যমান্য ব্যাক্তিরা।
Leave a Reply