ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় নারী উন্নয়ন ফোরাম (ডউঋ)পরিচালন ও কার্যকরী কমিটি গঠন বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলার ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে উপজেলা পরিষদের আয়োজনে এ সভা হয়। উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্প স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার ফরিদপুরের উপপরিচালক (উপ-সচিব) মোহাম্মদ আসলাম মোল্লা. বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস, এম হাবিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান পারুলী আক্তার, মাওলানা ইসাহাক মোল্লা, সোহেলী আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন হিলা বিষয়ক কর্মকর্তা ইলা রানী কুন্ড,ইউপি চেয়ারম্যান বৃন্দ,ইউপি সদস্য বৃন্দ প্রমুখ। সভা শেষে নারী সদস্যদের মধ্যে থেকে গোপন ভোটের মাধ্যমে সভাপতি,সাধারণ সম্পাদক সহ প্রতিনিধি নির্বাচিত করা হয়।
Leave a Reply