মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে কমপক্ষে ৪০জন আহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধা থেকে রাত আটটা পর্যন্ত উপজেলার আলগী ইউনিয়নের গুনপালদী ও নাওড়া গ্রামবাসীর মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষে এলাকায় রনক্ষেত্রে পরিনত হয়।পরে সংঘর্ষে পাশর্^বর্তী সুলিনা,অপরপট্টি,চান্দ্রা সহ অন্তত আরও ৫টি গ্রামের লোক জড়িয়ে পড়ে।
আহতদের মধ্যে ১৮জনকে ভাঙ্গা উপজেলা হাসপাতালে এবং ৪ জনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে গুনপালদী গ্রামের ওবায়দুল,নাওড়া গ্রামের আজিজুল এবং অপরপট্রি গ্রামের আসাদ নামে তিনজনের অব¯হা গুরুতর ।এলাকায় পুলিশ টহল দিচ্ছে।পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুনপালদী গ্রামের জামির মোল্লা ও নাওড়া গ্রামের মজিবুর মেম্বারের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাধে।উভয়পক্ষ ঢাল,সড়কি, রামদাসহ দেশীয় অস্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধায় সুলিনা ব্রিজের উপর গুনপালদী গ্রামের নুরআলম নামক জনৈক যুবক টিকটক করতে ছিলো একই ¯হানে নাওড়া গ্রামের জয়নালের ছেলে টিকটক করতে এলে গুনপালদী গ্রামের জামির মোল্ল ার সমর্থক মজিবুর মেম্বারের সমর্থককে বাধা দিলে দুই জনার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে দুইজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।এর জের ধরে সন্ধা থেকে রাত পর্যন্ত এ সংঘর্ষ বাধে।খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরি¯িহতি নিয়ন্ত্রণে আনে।ভাঙ্গা থানার ওসি জিয়ারুল ইসলাম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌছে পরি¯িহতি নিয়ন্ত্রণে আনে।ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।জড়িতদের আটকের জন্য পুলিশ অভিযান চলছে।
Leave a Reply