মোঃ সরোয়ার হোসেন, ভাঙ্গা : ফরিদপুরের ভাঙ্গায় জমে উঠেছে নির্মান শ্রমিক ইউনিয়নের নির্বাচন। আসন্ন ২৭ মে অনুষ্ঠিতব্য নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ শ্রমিক,সাধারণ শ্রমিক আর নির্বাচন সংশ্লিষ্টদের মধ্যে বেশ প্রানচাঞ্চল্য দেখা যাচ্ছে। নির্বাচনে প্রতিদ্বন্দিতাকারী হিসেবে লড়ছেন ২৩ ঁজন প্রার্থী। প্র
ধান নির্বাচন কমিশনার হিসেবে মোঃ শাহাবুদ্দিন আহমেদ জানান, ১৩ টি পদের বিপরীতে এ পর্যন্ত মোট ২৩ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দি¦তা করছেন। এতে প্যানেল হিসেবে সভাপতি পদে টিপু বিশ^াস,সাধারন সম্পাদক পদে হায়দার আলী মুন্সী,সাংগঠনিক সম্পাদক পদে সামচু মাতুব্বর প্রতিদ্বন্দিতা করছেন।
এছাড়া কার্যকরী সভাপতি পদে শাহাদাত হোসেন(ছোট শাহাদাত),সহ-সাধারণ সম্পাদক পদে ওয়াদুদ তালুকদার,অর্থ বিষয়ক সম্পাদক পদে রিপন খান,সহ-সভাপতি পদে মোঃ জালাল মুন্সী,যুগ্ন সম্পাদক পদে আনিছ শেখ সহ প্রার্থীরা লড়ছেন। প্রার্থীরা জানান,নির্বচনে জয়লাভ করলে শ্রমিকদের উন্নয়নে তারা কাজ করবেন।
তারা সাধারন শ্রমিকদের নিকট ভোট প্রর্থনা করছেন। অপরদিকে সাধারণ ম,্যমিকরা জানান,জনবাšধব হিসেবে তাদের স্বার্থে যারা কাজ করবেন তাদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করবেন। নির্বাচনকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার শাহাবুদ্দ্নি আহমেদ,সদস্য সচিব আলম মুন্সী ও সদস্য মোঃ মামুন তালুকদারকে নিয়ে সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন।
Leave a Reply