স্টাফ রিপোর্টার : ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ৩’শ ৩৮ পিচ ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (২০ মে) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেন। আটক দুই মাদক বিক্রেতা হলেন, ফরিদপুরের ভাঙ্গার কনিকান্দা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে সনেট হাওলাদার (২৬) ও পার্শ্ববর্তী মাদারীপুরের মুকসুদপুর উপজেলার জালাল মাঠ বাহারা এলাকার ইউনুস আলী শেখের ছেলে সাদ্দাম শেখ (৩০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গার পীরের চর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
Leave a Reply