এস এম রুবেল, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুকগ্রামে গলায় ফাঁস নিয়ে চায়না বেগম (২৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে তার স্বামীর বাড়ির পাশে আম গাছের সাথে গলায় ফাঁস নিয়ে মারা যায় বলে জানা গেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, বুধবার দিবাগত রাতে স্বামী মারুফের সাথে রাগ করে ঘর থেকে বের হয়ে দেবু মালোর বাগানে আম গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাঁস নিয়ে মারা যায়। চায়না ও মারুফ দম্পতি বিগত ৮ বছর ঘর সংসার করে আসছে। তাদের দুটি ছেলে মেয়ে রয়েছে। গৃহবধূর মা ও চাচাতো ভাই বলেন, আমরা মৃত্যুর খবর পেয়ে এসে দেখি চায়নার গলায়, মুখে, কপালে বিভিন্ন মারের দাগ রয়েছে।
কি নিয়ে সে গলায় ফাঁস দিবে। আর ফাঁস দিয়েছে নাকি ছোট একটি আম গাছে। সে আম গাছ ছেলের ছোট ভাই কেটে পুকুরে ফেলে দিয়েছে। আসলে গাছটি দেখে মনে হয় না এতো নিচু গাছে গলায় ফাঁস দিতে পারে। সে গাছে যে ডালে ঝুলে ছিল ওর পা মাটিতে বেধে যাবে। আমাদের সন্দেহ হচ্ছে শত্রæতা করে কেউ মেরে লাশ ঝুলিয়ে রেখেছে।
গৃহবধুর স্বামী মারুফ মোল্যা বলেন, বুধবার দিনগত রাতে আমার ছেলে মোবাইল ফোন দিয়ে লুডুর গেমস খেলার জন্য ওর মাকে দিয়ে আমার কাছ থেকে নিতে বলে। তখন আমার বউ আমার কাছে মোবাইল চাইলে আমি মোবাইল না দিয়ে বেশী কথা বলে ঘুমিয়ে পড়ি। তারপর সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বউ গলায় গামছা দিয়ে আম গাছে ফাঁস নিয়েছে।
ছেলের বড় ভাই ফারুক বলেন, আম গাছে গলায় ফাঁস দিয়ে মারা গিয়েছে, সে আম গাছ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে আনা হয়। খবর পেয়ে ঘটনা স্থলে বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান লাশ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠিয়েছেন। তিনি বলেন, সুরতহালে কোন প্রকার ইনজুরী পাওয়া যায়নি।
তবে ওই গৃহবধূ যেহেতু স্বামীর বাড়িতে মারা গিয়েছে সে জন্য তার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের উপর ভিত্তি করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখনও কোন মামলা হয়নি।
Leave a Reply