বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :
ফরিদপুরের বোয়ালমারী পৌরসভার নব-নির্বাচিত পৌর মেয়র সাংবাদিক মো. সেলিম রেজা লিপনকে সংবর্ধনা দিয়েছে বোয়ালমারী উপজেলা কৃষকলীগ। ১৭ জানুয়ারি রবিবার দুপুরে উপজেলা কৃষকলীগের কার্যলয়ে জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং আকরামুজ্জামান মৃধা রুকুর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে নব-নির্বাচিত মেয়রকে ফুল ও মিষ্টি দিয়ে বরণকরে নেন নেতাকর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত মহা-পরিদর্শক (আইজি) মালেক খসরু, নব-নির্বাচিত পৌরমেয়র সেলিম রেজা লিপন, আলফাডাঙ্গা সদর ইউনিয়নের চেয়ারম্যান একেএম আহাদুল হাসান, ডা. গোলাম কবির প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন কৃষকলীগ নেতা গুনবহা ইউনিয়নের সম্ভব্য চেয়ারম্যান প্রার্থী মোল্যা মো. কামরুল ইসলাম কামরুল, ময়না ইউপি কৃষকলীগের সভাপতি লুৎফর মৃধা, সাতৈর ইউপি সভাপতি শেখ আফসার উদ্দীন, ফরহাদ মৃধা প্রমূখ। এ সময় উপজেলা, পৌর ও ইউনিয়ন কৃষকলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Leave a Reply