স্টাফ রিপোর্টার : রাজবাড়ী জেলার কালুখালী থানা এলাকা হতে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যাবসায়ী আটক করেছে র্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। সুত্র জানায় অত্র ক্যাম্পের একটি দল টহল ডিউটি করাকালীন ডিএডি মোহাঃ মকলেছুর রহমান এর নেতৃত্বে গত ১৯/০২/২০২২ তারিখ ১৭.৫০ ঘটিকার সময় জেলার কালুখালী থানাধীন মাঝবাড়ী গ্রামস্থ আকমল শেখ এর বসতবাড়ীর পাশে শামীম হোসেন মন্ডল এর মুরগীর ফার্ম এর সামনে মাদক বিরোধী অভিযান পরিচালোানা করে।
এ সময় উপজেলার মাঝবাড়ী গ্রামের মোঃ নিজাম উদ্দিন মন্ডল এর পুত্র মোঃ শামীম হোসেন মন্ডল(২৬), কে ৭০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন এবং মাদক বিক্রিত ১ হাজার টাকাসহ আটক করা হয়।
পরবর্তীতে উদ্ধারকৃত মালামালসহ ধৃত আসামীকে রাজবাড়ী জেলার কালুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে রাজবাড়ী জেলার কালুখালী থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
Leave a Reply