স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের আদালত চত্বরে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে হামলায় অন্তত ৩৫জন আহত হয়েছে বলে জানা গেছে। ওই হামলায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসা এবং সদস্য সচিব একে কিবরিয়া স্বপনও রয়েছেন। পুলিশের উপস্থিতিতে আওয়ামী পন্থীরা এ হামলা চালায় বলে দাবী করেন বিএনপি নেতৃবৃন্দ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কার্য নির্ভাহী কমিটির সদস্য, সাবেক সাংসদ শাহ মো. আবু জাফর জানান, বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইসার সভাপতিত্বে সমাবেশ শুরুর কিছুক্ষণ পরে শ্রমিকলীগ, যুবলীগ ও ছাত্রলীগসহ আওয়ামীপন্থীরা মোটর সাইকেলের বহর নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়ে হামলা চালায়।
তিনি জানান, বিএনপি নেতাকর্মীদের একটি অংশ আত্মরক্ষার্থে আইনজীবী সমিতি ভবনের সামনে অবস্থান নিলে সেখানেও লাঠিশোঠা নিয়ে হামলা করা হয়। আধঘন্টা ধরে এ হামলার ঘটনা ঘটে।
এদিকে এ ঘটনার পর আইনজীবী সমিতির ভবনে সাংবাদিক সম্মেলনে বিএনপি নেতৃবৃন্দ জানান, তারা ফরিদপুরের জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের অনুমতি নিয়েই সেখানে সমাবেশ করছিলেন। তাদেরকে নিরস্ত্রভাবে শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে প্রশাসন থেকে বলা হয়েছিলো জানিয়ে বলেন, আমাদের নিরস্ত্র করে তারা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করেছে।
সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, খন্দকার মাশুকুর রহমান মাশুক, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ উপস্থিত ছিলেন। #
Leave a Reply