স্টাফ রিপোর্টার :
ফরিদপুরের বোয়ালমারী উপচেলার পোয়াইল বিশ্বাসপুরের শুকুর মিয়ার ইট ভাটার পাশ থেকে ২৫ কেজী গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানায় জেলা পুলিশ সুপার মো. শাহজাহান, পিপিএম-সেবা।
এসময় তাদের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, সিরাজগঞ্জের উল্লাপাড়ার লাহিড়ী মনপুরের মৃত আব্দুস সাত্তারের ছেলে জুয়েল খান (৩৬) ও বোয়ালমারীর চতুল ইউনিয়নের পোয়াইল বিশ্বাসপুর গ্রামের বাবুল শেখের ছেলে আব্দুল কুদ্দুস (২৩)।
সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে পোয়াইল বিশ্বাসপুর গ্রামের শুকুর মিয়ার ইট ভাটার পাশে তিন ব্যাক্তি বস্তাভর্তি গাজা নিয়ে বিক্রির চেষ্টা করছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালালে নিজাম নামে আরো একজন পালিয়ে যায়। অপর দুইজনকে আটক করে পুলিশ।
তিনি জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি। তারা এসব মাদক কুমিল্লা, ব্রাক্ষ্মণবাড়িয়া অঞ্চল থেকে অবৈধপথে এনে বিক্রি হচ্ছিলো বলে ধারনা করা হচ্ছে।
সাংবাদিক সম্মেলনে, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. হেলালউদ্দিন ভুইয়া, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইমদাদ হেহাসাইন, অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার প্রমূখ উপস্থিত ছিলেন।
Leave a Reply