সবুজ দাস : ফরিদপুর জেলার কোতয়ালী মডেল থানায় ২তলা বিশিষ্ঠ আধুনিক “কোতয়ালী থানা জামে মসজিদ” নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। ১৮মার্চ ২০২২ইং রোজ শুক্রবার সকাল ১১টায় ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামান (বিপিএম সেবা) ও আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এ নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন।
জানা যায়, অকো-টেক্স গ্রæপের ব্যবস্থাপনা পরিচালক ও সাজিদ সোবহান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান এর আর্থিক সহযোগিতায় ২তলা বিশিষ্ঠ আধুনিক মানের “কোতয়ালী থানা জামে মসজিদ এর নির্মান কাজের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: শামসুল হক, সহকারি পুলিশ সুপার সুমন রঞ্জন কর (সদর সার্কেল), কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম. এ. জলিল, সেকেন্ড অফিসার বিল্লাল হোসেনসহ জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
এর আগে সকাল ১১ টায় ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান কোতয়ালী থানায় পৌছালে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান পুলিশ সুপার মোঃ আলিমুজ্জামানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে থানার বিভিন্ন উন্নয়নমুলক কাজ পরিদর্শন করেন। একই সাথে কোতয়ালী থানা পুর্বের তুলনায় বর্তমানে সৌন্দর্য বৃদ্ধি করায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আলহাজ্ব ইঞ্জিনিয়ার আব্দুস সোবহান।
Leave a Reply