স্টাফ রিপোর্টার : বিশ^ পরিবেশ দিবস ২০২২ উদ্যাপন উপলক্ষ্যে ফরিদপুরে দূষণ নিয়ন্ত্রণ ও সবুজ শিল্পায়ন বিষয়ক সচেতনতা বৃদ্ধিমূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩০ মে, সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এ সময় পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী পরিচালক মিতা রানী দাস, মোঃ মাহফুজুর রহমান, পরিদর্শক মোঃ জাহিদ হাসানসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের উদ্যোক্তা ও প্রতিনিধিবৃন্দ।
সেমিনারে সবুজ শিল্পায়নের উপর গুরুত্বারোপ করে শিল্প উদ্যোক্তা ও প্রতিনিধিগণ প্রতিষ্ঠানের দূষণ রোধে কাজ করবেন বলে অঙ্গীকার করেন। উল্লেখ্য, আগামী ৫ জুন, রবিবার ফরিদপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ^ পরিবেশ দিবস,২০২২ উদ্যাপন করা হবে বলে সেমিনারে জানানো হয়।
Leave a Reply