স্টাফ রিপোর্টার : বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলার সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধার সন্তান চিরদীপ ঘোষ অভি কে আহবায়ক ও মোঃ ফরিদ মোল্লা কে সদস্য সচিব এবং আলী আহসান (নাঈম), মো; হুমায়ন কবির (শিশির আহমেদ), মো: লুৎফর শেখ কে যুগ্ন আহবায়ক করে মোট ২৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। গত ১৮ ই জানুয়ারী বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ফরিদপুর জেলা শাখার সভাপতি মো: ফজলুর রহমান ও সাধারন সম্পাদক মো: রুমন চৌধূরী স্বাক্ষরিত এক চিঠিতে এ কমিটি ঘোষনা করা হয়।
এ বিষয়ে সদর উপজেলা শাখার যুগ্ন আহবায়ক মো; হুমায়ন কবির (শিশির আহমেদ) জানান, সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী গত ১৮ ই জানুয়ারী ফরিদপুর জেলার সদর উপজেলা শাখার আহবায়ক কমিটি ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর পুত্র মোঃ সোলায়মান মিয়া ও প্রতিষ্ঠাতা মহাসচিব মোঃ শফিকুল ইসলাম বাবু এর দিক নির্দেশনা মোতাবেক দেশ ও জাতির স্বার্থে মানব সেবা সহ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের এ কমিটি মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নে একসাথে কাজ করে যাবে।
Leave a Reply