সবুজ দাস : ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে মাসিক উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৭ ই জুলাই রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অতুল সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অসীম কুমার সাহা, সরকারী ইয়াসিন কলেজের অধ্যক্ষ শীলা রানী মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ হযরত আলী, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মাকসুদা হক সহ সকল উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ।
সভায় বক্তারা জেলার চলমান উন্নয়ন প্রকল্প গুলোর কার্যক্রম দ্রæততার সাথে সম্পন্ন করার তাগিদ দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক অতুল সরকার সকল উপজেলা নির্বাহী অফিসার গণকে তাদের আওতাধীন এলাকার রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজের নিয়মিত দেখভাল করার পরামর্শ দেন। এছাড়াও সরকারী দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ জনগণ যেন ভোগান্তির শিকার না হন সেদিকে বিশেষ ভাবে নজর রাখার জন্য সবাইকে সজাগ থাকার প্রতি বিশেষ গুরুত্বারোপ করেন।
Leave a Reply