সবুজ দাস : পরিবেশ দূষনের দায়ে ফরিদপুর সদর উপজেলার বিসিক শিল্প নগরীতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। ৫ জুলাই মঙ্গলবার সদর উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন ঢালী এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, একটি প্রতিষ্ঠানে পরিবেশ দূষন ও নানা অভিযোগের ভিত্তিতে ঐ প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। তবে প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ থাকায় তাৎক্ষনিকভাবে অভিযোগের সত্যতা নিরূপণ করা সম্ভব হয়নি বিধায় জরিমানা করা হয়নি বলে সুত্র জানিয়েছে।
একই সাথে পরিবেশসম্মতভাবে প্রতিষ্ঠানটি পরিচালনা করার জন্য নির্দেশ প্রদানসহ পরিবেশ দূষণ রোধে গৃহীত ব্যবস্থা ও এটিপি পরিচালনার কার্যক্রম সম্পর্কে অত্র দপ্তরকে অবহিত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ ও সহকারী পরিচালক মাহফুজুর রহমান সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
Leave a Reply