স্টাফ রিপোর্টার : “দৃষ্টিজয়ের ব্যবহার করি,প্রযক্তি নির্ভর সাদাছড়ি” এই প্রতিপাদ্য ফরিদপুরে র্যালী,আলোচনা সভা ও ছাদাছড়ি বিতরণের মধ্যে দিয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন করা হয়েছে । দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয়টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। এর পর জেলা প্রশাসকের হল রুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক এ এস এম আলী আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাঃ তাসলিমা আলী। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর মসলিম মিশনের সাধারন সম্পাদক অধ্যাপক এম এ সামাদ,শিক্ষাবিদ প্রফেসর সাজাহান মিয়া,অধ্যাপক শেখ সামাদ আরো বক্তব্য রাখেন এফডিএ নির্বাহী পরিচালক আজাহারুল ইসলাম, সুর্যদয় প্রতিবন্ধী সংস্থার নির্বাহী পরিচালক কুদ্দুস মোল্লা,ভিডিএ নির্বাহী পরিচালক বিপ্লব ম্যালো,প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সমাজ সেবা অফিসের সহকারী পরিচালক সাইদুর রহমান মৃধা,তাসফিয়া তাসরিন। অনুষ্ঠান পরিচালনা করেন শহর সমাজ সেবা অফিসার সুজাউদ্দিন রাসেদ। অনুষ্ঠানে ৮জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ৮টি স্মাট সাদাছড়ি বিতরণ করা হয়।ফরিদপুর এনজিও সমুহের সহযোগীতায় ,জেলা প্রশাসন,জেলা সমাজ সেবা অধিদপ্তর ও জাতীয় অন্ধ কর্যাণ সমিতি এবং রোটারি ক্লাব অব ফরিদপুর যৌথ ভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
Leave a Reply