স্টাফ রিপোর্টার : “পরিমাপ বৈশ্বিক খাদ্য ব্যবস্থার সহায়ক” “Measurements supporting the global food system” এ প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও বিএসটিআই, ফরিদপুর এর যৌথ আয়োজনে বিশ্ব মেট্রোলজি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। ২০ মে শনিবার দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ফরিদপুর বিএসটিআই জেলা কার্যালয়ের উপপরিচালক প্রকৌঃ মোঃ শাহাদৎ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলন জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। প্রধান অতিথির বক্তব্যে পরিমিতিবোধ অনুশীলন করার কথা উল্লেখ করে খাদ্য অপচয় রোধ ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত সহ সঠিক পরিমাপের ওপর গুরুত্বারোপ করেন। দিবসের প্রতিপাদ্য সম্পর্কিত বিষয়ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ এর অধ্যক্ষ প্রফেসর ড. প্রকৌঃ মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট মোঃ নজরুল ইসলাম, শিক্ষাবিদ প্রফেসর রেজভী জামান, ফরিদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিপুল চন্দ্র দাস প্রমুখ। এছাড়াও জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ, শিল্প ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এবং ফরিদপুর শহরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজন উপস্থিত ছিলেন।
Leave a Reply