স্টাফ রিপোর্টার : দেশব্যাপী বিএনপির গণমিছিল কর্মসূচি পালনকালে পঞ্চগড়ে পুলিশের গুলিতে নিহত বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিনের গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়েছে ফরিদপুরে। আজ রবিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির উদ্যোগে এ গায়েবানা জানাযা অনুষ্ঠিত হয়। জানাযার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। তিনি পুলিশের গুলিতে পঞ্চগড়ে বিএনপি নেতা আব্দুর রশীদ আরেফিন নিহতের অভিযোগ করে বলেন, এমনভাবে যেনো আর কারো জানাযায় শরিক হতে না হয় কাউকে।
এসময় ফরিদপুর মহানগর বিএনপির যুগ্ন আহ্বায়ক এ বি সিদ্দিক মিতুল, মো. তৈয়ব আক্তার টুটুল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সহ-সভাপতি ওমর ফারুক, জেলা জাসাসের সাধারণ সম্পাদক আরিফ বকু, ছাত্রদল নেতা মোজাম্মেল হোসেন মিঠু, ক্যাপ্টেন সোহাগ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply