সবুজ দাস : তামাক নিয়ন্ত্রন আইন বাস্তবায়ন এর লক্ষ নিয়ে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা টাক্সফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রন বিষয়ক প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়েছে। জাতীয় তামান নিয়ন্ত্রন সেল, স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয় এর সহযোগিতায় ২১ শে জুন মঙ্গলবার উপজেলা প্রশাসনের হল রুমে এ প্রশিক্ষন সভা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালীর পরিচালোনায় প্রশিক্ষন সভার সভাপতিত্ত¡ করেন উপজেলা চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক মোল্লা। সভায় তামাক জাত নিয়ন্ত্রন এবং এর ব্যবহার বিধি নিষেধের উপর আলোচনা করেন বক্তারা। একই সাথে তামাক নিয়ন্ত্রনে জনগনকে সচেতন করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো: জিয়াউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নাহার বেগম, উপজেলা সমাজসেবা অফিসার মাহাবুব রহমান, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেহেদী হাসান, কোতায়ালী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুল গাফফার (তদন্ত), মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমীন,
৯ নং কানাইপুর ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান ফকির মো: বেলায়েত হোসেন, ঈশান গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সহীদুল ইসলাম মজনু, কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান গোলাম মো: মোস্তফাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান ও সংশ্লিষ্ট দপ্তর প্রধানগন উপস্থিত ছিলেন। এর আগে ফরিদপুর সদর উপজেলা প্রশাসনের সাধারন সভা ও উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply