সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের ইশিবপুর গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে শাকিল শেখ নামে একজন নিহত ও দুজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহত শাকিল শেখ ইশিবপুর গ্রামের মৃত ছত্তার শেখ এর পুত্র। এ ঘটনায় কানাইপুর হোগলাকান্দী গ্রামের কাসেম এর পুত্র মজনু (১৯) কে সুস্থ অবস্থায় আটক করেছে পুলিশ ও হোগলাকান্দী ব্যাপারীপাড়া গ্রামের রবিউল এর পুত্র রাসেল (১৯) কে আহত অবস্থায় ফরিদপুরের বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায় ৮ ই নভেম্বর মঙ্গলবার দিবাগত রাতে ইশিবপুর গ্রামে ঐ ৩ চোর ইশিবপুর গ্রামের হারুন শেখের বাড়ীর সামনে অবস্থিত পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যায়। দিবাগত রাত ৪ টার দিকে হঠাৎ একটি বিকট শব্দ শুনতে পায় এলকাবাসী। এসময় ঘটনাস্থলে এলাকার সাধারন জনগন এসে শাকিলকে বিদ্যুতের পিলারের উপরে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এবং অপর দুজনকে পাশের ধান ক্ষেতের মধ্যে পরে থাকতে দেখে পুলিশ কে খবর দেয়। পরে দেখা যায় রাসেল নামে ঐ যুবকের পিঠ পুড়ে ভয়ানক ক্ষত হয়ে সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
তবে তাদের অপর সহযোগি মজনু এর কোন ধরনের ক্ষয়ক্ষতি লক্ষ করা যায়নি। এ ঘটনায় মজনু কে সুস্থ অবস্থায় আটক করেছে পুলিশ এবং রাসেল কে তাৎক্ষনিক হাসাপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে পল্লী বিদ্যুতের এক কর্মকর্তা জানিয়েছেন তারা সঠিক ভাবে লাইন বন্ধ করতে পারেনি, হয়তোবা একারনেই শাকিলের মৃত্যু হয়েছে। এদিকে ঐ চোরেরা পল্লী বিদ্যুতের মিটার অর্ধাংশ খুলে ফেলায় এলাকার সাধারন জনগন বিদ্যুতহীনতায় ভুগছে। তবে পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ঠগন খুব শিঘ্রই বিদ্যুত সংযোগ দিবেন বলে সকলকে আশ^স্থ করেছেন।
Leave a Reply