স্টাফ রিপোর্টার : “সমবায়ে গড়ছি দেশ,স্মার্ট হবে বাংলাদেশ” এই শ্লোগানে ফরিদপুরে ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল সাড়ে নয় টায় ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয় সামনে থেকে একটি সমবায় র্যালী বের হয়ে স্থানীয় কবি জসিমউদদীন হলে গিয়ে শেষ হয়। সেখানে জাতীয় সংগীত, জাতীয় পতাকা উত্তলন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে জসিমউদদীন হলে জেলা প্রশাসন, জেলা সমবায় বিভাগ ও সমবায়ী বৃন্দের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন ফরিদপুর জেলা প্রশাসক মো ঃ কামরুল আহসান তালুকদার পিএএ।
জেলা সমবায় অফিসার মোঃ আলম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এমদাদ হোসাইন, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট অধ্যক্ষ নূর মোহাম্মদ মামুন,সদর উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী, সদর উপজেলা সমবায় অফিসার আমানুর রহমান,ইভা মাল্টিপারপাস সমবায় সমিতির সভাপতি অরুপ চক্রবরতি, বঙ্গমাতা ফজিলাতুননেছা সমবায় সমিতির সভাপতি ঝর্ণা হাসান, সমবায়ী মৌসুমি আক্তার, আলেয়া বেগম,ফারহানা মুন্নী।
সভায় বক্তারা সমবায়ের বিভিন্ন দিক তুলে ধরে বলেন সমবায় সমিতির মাধ্যমে দেশকে স্বনির্ভর করা সম্ভব। নিজেদের সামনে এগিয়ে নেওয়ার জন্য সমবায়ের গুরুত্ব অপরিসীম। আর তাই স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সমবায় আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এর জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে। সবাই একসাথে কাজ করতে পারলে দেশ উন্নত হবে । দেশের চেহারা বদলে যাবে। অনুষ্ঠানে তিনটি সমবায় প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
Leave a Reply