স্টাফ রিপোর্টার :
মহান বিজয় দিবস উপলক্ষে ফরিদপুরে পরিবেশন করা হলো জাতীয় সঙ্গীত। আর এ আয়োজনে জেলা সহ দেশের বিভিন্ন এলাকায় বসবাস করা এবং প্রবাসে থাকা প্রায় সোয়া রাখ মানুষ কন্ঠ মিলিয়েছেন। বাংলাদেশ সময় সকাল নয়টা ৩০ মিনিটে ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে শত সহস্র কন্ঠে জাতীয় সংগীত পরিবেশনের এ উদ্যোগ গ্রহন করা হয়। এর আগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্থাপিত মুজিববর্ষ মঞ্চ থেকে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।
বিভিন্ন শ্রেণিপেশার কয়েক হাজার মানুষ এসময় অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উদযপিান উপলক্ষে আগেই একটি রেজিষ্টেশন প্রক্রীয়া ানুসরন করা হয়, যেখানে এক রাখ ২১ হাজারের মত মানুষ রেজিষ্টেশন করেন, যা যারা ওই সময়ে পরিবেশিত জাতীয় সঙ্গীতের সাথে কন্ঠ মেলান। ব্যাতিক্রমী এ আয়োজনকে ঘিরে আপ্লুত ছিলো দেশপ্রেমী মানুষেরা।
এর আগে সকালে গোয়ালচামটস্থ স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসক অতুল সরকার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম হক, বিএনপি নেত্রী চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও তাদের সহযোগী সংগঠন ছ্ড়াাও সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করে বীর শহীদের প্রতি সম্মান জানানো হয়।
ভিডিও : http://https://youtu.be/t4kVD0G7UBE
এছাড়াও দিবসটি উপলক্ষে ফরিদপুরে নানা কর্মসূচি হাতে নেয়া হয় সরকারী ও বেসরকারীভাবে।
#
Leave a Reply