সবুজ দাস, ফরিদপুর : ফরিদপুরে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন কিশোর -কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের আওতায় প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে সদরের বিভিন্ন প্রাথমিক ও মধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষ প্রতিযোগী শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্টে অংশ নেন। এর মধ্যে থেকে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বাছাই কৃত বিজয়ী শিক্ষার্থীদের মাঝে মেডেল ও সনদপত্র তুলে দেওয়া হয়। ফরিদপুর সদর উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে, (১৯ ডিসেম্বর) সোমবার সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রতিযোগিতার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ফরিদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন ঢালী এর সভাপতিত্বে, বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাশউদা হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কোতয়ালী থানা তদন্ত অফিসার গফফার হোসেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নারর্গিস জাফরী, গেরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন প্রমুখ। অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি। এসময় সুধীজন, বিভিন্ন প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ফরিদপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Leave a Reply