স্টাফ রিপোর্টার :ফরিদপুরে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে পরিবেশসম্মতভাবে কোরবানিকৃত পশুর উচ্ছিষ্টাংশ অপসারণ বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। ৪ জুলাই সোমবার পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে ও তথ্য অফিস, ফরিদপুরের সহযোগিতায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও সড়কে এ জনসচেতনতামূলক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
একই সাথে কোরবানির পশুর উচ্ছিষ্টাংশ পরিবেশসম্মতভাবে অপসারণে করণীয় বিষয়ক লিফলেট জনসাধারণের মাঝে বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, ফরিদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক এ, এইচ, এম, রাসেদ, সহকারী পরিচালক মাহফুজুর রহমান, পরিদর্শক মোঃ জাহিদ হাসান। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে।
Leave a Reply