সবুজ দাস : ফরিদপুর সদর উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা ২৫ শে জুলাই সোমবার পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপজেলা নির্বাহী অফিসার লিটন ঢালী এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মোল্লা। সভায় সদর উপজেলার আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, চোরাচালান প্রতিরোধ বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য দেন ইউএনও লিটন ঢালী।
একই সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতার সাথে তাল মিলিয়ে ফরিদপুর সদর উপজেলাকে রোল মডেলে পরিণত করার লক্ষ নিয়ে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহবান জানান। এ সময় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ এম.এ.জলিল, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরোয়ার হোসেন সন্টু, গেরদা ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মোঃ আরিফ হোসেন, কৃষ্ণনগর ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তফা, চরমাধদিয়া ইউনিয়ন পরিষধ এর চেয়ারম্যান মির্জা সাইফুল ইসলাম আজম সহ উপজেলার অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ইউপি চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply